কলকাতা: গত কয়েকদিন যাবৎ দিব্যি কমছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু, বুধবার আচমকাই বৃদ্ধি পেল রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা। মঙ্গলবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যদিও স্বস্তি দিয়েছে মৃত্যুর কম হার। গত কয়েকদিনের তুলনায় বুধবার অনেকটাই কমেছে দৈনিক মৃত্যু। তবে মোটের উপর সব জেলাতেই সংক্রমণের হার নিম্নমুখী। মঙ্গলবার রাজ্যের ১১ টি জেলায় করোনায় কোনও মৃত্যু হয়নি। যত সংখ্যক টেস্ট হয়েছে তার মধ্যে পজিটিভিট ধরা পড়েছেন মাত্র ৩.৪৬ শতাংশ মানুষ।
বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৫। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৫২ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৩৮ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৪৭। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৩০ জন কমেছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২২ হাজার ৩৭৮ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৩২ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৫ হাজার ৫৮৯ টি নমুনা পরীক্ষা হয়েছে।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২২। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩ জন। মৃত্যু:মঙ্গলবার-০, বুধবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৩ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-৬।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৩। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-১।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ১০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৪ জন। মৃত্যু: মঙ্গলবার-৪, বুধবার-৩।
বীরভূম– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০২ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-১।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ১১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৩ জন। মৃত্যু: মঙ্গলবার-৩, বুধবার-৩।
হুগলি– গতকাল আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৭ জন। মৃত্যু: মঙ্গলবার-৭, বুধবার-৩।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯৭ জন। মৃত্যু: মঙ্গলবার-১৫, বুধবার-৯।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-২।
কলকাতা– গতকাল আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৪ জন। মৃত্যু: মঙ্গলবার-১১, বুধবার-৭।