রাজ্যে পজিটিভিটির হার নামল প্রায় সাড়ে ৩ শতাংশে, লাফিয়ে মৃত্যু বাড়ল ৩ জেলায়

মঙ্গলবারের করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত ২ হাজারের নীচে। যদিও গতকালকের তুলনায় আজ মৃত্যু বেড়েছে।

রাজ্যে পজিটিভিটির হার নামল প্রায় সাড়ে ৩ শতাংশে, লাফিয়ে মৃত্যু বাড়ল ৩ জেলায়
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 22, 2021 | 9:58 PM

কলকাতা: রাজ্যে কমে আসছে করোনার সংক্রমণ। পাল্লা দিয়ে কমছে মৃত্যুও। অতিমারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। একাধিক জেলায় সংক্রমণের হারও নিম্নমুখী। মঙ্গলবার রাজ্যের ১২ টি জেলায় করোনায় কোনও মৃত্যু হয়নি। সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে দ্রুতগতিতে। মঙ্গলবারের করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত ২ হাজারের নীচে। যদিও গতকালকের তুলনায় আজ মৃত্যু বেড়েছে। যত সংখ্যক টেস্ট হয়েছে তার মধ্যে পজিটিভিট ধরা পড়েছেন মাত্র ৩.৬১ শতাংশ মানুষ।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫২। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৭৯ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৪৭ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৪২। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৩২ জন কমেছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২২ হাজার ৫০৮ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৩১ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫১ হাজার ২৩৩ টি নমুনা পরীক্ষা হয়েছে।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৫। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-১।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৯ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৭ জন। সোমবার মৃত-৩, মঙ্গলবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৭। সোমবার মৃত-২, মঙ্গলবার-২।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ১১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১০ জন। সোমবার মৃত-৮, মঙ্গলবার-৪।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭ জন। সোমবার মৃত-১, মঙ্গলবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৭ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। সোমবার মৃত-২, মঙ্গলবার-১।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। সোমবার মৃত-১, মঙ্গলবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ১৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫১ জন। সোমবার মৃত-৫, মঙ্গলবার-৩।

হুগলি– গতকাল আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫০ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-৭।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২২ জন। সোমবার মৃত-১০, মঙ্গলবার-১৫।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৮ জন। সোমবার মৃত-১, মঙ্গলবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৭ জন। সোমবার মৃত-৯, মঙ্গলবার-১১।