Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আক্রান্তের সংখ্যা নেমে এল সাড়ে ৩ হাজারে, গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃ্ত্যু রাজ্যে

রাজ্যের সোমবারের করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত নেমেছে সাড়ে ৩ হাজারে। মৃত্যুর সংখ্যায় অবশ্য খুব বেশি হেরফের হয়নি। তবে পজিটিভিটির হার নেমে এসেছে ৬ শতাংশে। 

আক্রান্তের সংখ্যা নেমে এল সাড়ে ৩ হাজারে, গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃ্ত্যু রাজ্যে
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Jun 15, 2021 | 12:09 AM

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে হু-হু করে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। রাজ্যের সোমবারের করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত নেমেছে সাড়ে ৩ হাজারে। মৃত্যুর সংখ্যায় অবশ্য খুব বেশি হেরফের হয়নি। তবে পজিটিভিটির হার নেমে এসেছে ৬ শতাংশে।

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৯। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯৮৪ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৭৮ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৮৪। গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও ১ হাজার ২৭০ জন বেড়েছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৯২১ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৫৫ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৪ হাজার ২২৮ টি নমুনা পরীক্ষা হয়েছে।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৫৬। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ১৩২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। রবিবার মৃত-৫, সোমবার মৃত-২।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩১। রবিবার মৃত-২, সোমবার মৃত-৮।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। রবিবার মৃত-২, সোমবার মৃত-৩।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। রবিবার মৃত-২, সোমবার মৃত-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-১।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। রবিবার মৃত-৩, সোমবার মৃত-১।

নদিয়া– গতকাল আক্রান্ত ২১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৮ জন। রবিবার মৃত-৪, সোমবার মৃত-৬।

বীরভূম– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। রবিবার মৃত-১, সোমবার মৃত-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৩ জন। রবিবার মৃত-২, সোমবার মৃত-২।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৫ জন। রবিবার মৃত-৪, সোমবার মৃত-৩।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৬ জন। রবিবার মৃত-১, সোমবার মৃত-৩।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-৫।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। রবিবার মৃত-১, সোমবার মৃত-১।

হাওড়া– গতকাল আক্রান্ত ২৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭ জন। রবিবার মৃত-৯, সোমবার মৃত-৬।

হুগলি– গতকাল আক্রান্ত ২০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৩ জন। রবিবার মৃত-৪, সোমবার মৃত-৬।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৫৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫৬ জন। রবিবার মৃত-২০, সোমবার মৃত-১৭।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ২৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৭ জন। রবিবার মৃত-৯, সোমবার মৃত-৩।

কলকাতা– গতকাল আক্রান্ত ৪২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১১ জন। রবিবার মৃত-১৫, সোমবার মৃত-১১।