আচমকা উত্তরের ৩ জেলায় বাড়ল মৃত্যু, সংক্রমণ কমলেও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না কিছুতেই
বৃহস্পতিবার রাজ্যের ৯ টি জেলায় করোনায় কোনও মৃত্যু হয়নি। যত সংখ্যক টেস্ট হয়েছে তার মধ্যে পজিটিভ ধরা পড়েছেন মাত্র ৩.৪৫ শতাংশ মানুষ।
কলকাতা: গত কয়েকদিন যাবৎ দিব্যি কমছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু, বুধবারের পর বৃহস্পতিবারও আচমকাই বৃদ্ধি পেল রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা। বুধবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গতকালকের তুলনায় দৈনিক মৃত্যুও বৃদ্ধি পেয়েছে। তবে মোটের উপর সব জেলাতেই সংক্রমণের হার নিম্নমুখী। কিন্তু উত্তরবঙ্গের কয়েকটি জেলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে। বৃহস্পতিবার রাজ্যের ৯ টি জেলায় করোনায় কোনও মৃত্যু হয়নি। যত সংখ্যক টেস্ট হয়েছে তার মধ্যে পজিটিভ ধরা পড়েছেন মাত্র ৩.৪৫ শতাংশ মানুষ।
বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৩। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯২৫ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৪১ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৩৮। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭০ জন কমেছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২২ হাজার ৩০৮ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৩৩ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৫ হাজার ৬৭৪ টি নমুনা পরীক্ষা হয়েছে।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২৮। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৭ জন। মৃত্যু: বুধবার-৬, বৃহস্পতিবার-৩।
কালিম্পং– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৬। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-২।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।
মালদহ– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।
নদিয়া– গতকাল আক্রান্ত ১০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১০ জন। মৃত্যু: বুধবার-৩, বৃহস্পতিবার-১।
বীরভূম– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-২।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১১ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-১।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-২।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ১২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩০ জন। মৃত্যু: বুধবার-৩, বৃহস্পতিবার-৩।
হুগলি– গতকাল আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৬ জন। মৃত্যু: বুধবার-৩, বৃহস্পতিবার-৪।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬৬ জন। মৃত্যু: বুধবার-৯, বৃহস্পতিবার-৯।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৮ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-৩।
কলকাতা– গতকাল আক্রান্ত ১৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৮ জন। মৃত্যু: বুধবার-৭, বৃহস্পতিবার-৮।