West Bengal Election 2021 Phase 8: ‘ভোটার কার্ড না দেখালে ভোট দেওয়া যাবে না’, বিজেপি প্রার্থীকে আটকালেন প্রিসাইডিং অফিসার

Apr 29, 2021 | 3:41 PM

West Bengal Election 2021 Phase 8: কমিশনের পরিচয়পত্র দেখানো সত্ত্বেও ভোট দিতে দেওয়া হয়নি। কমিশনে যাবেন বলে জানান তিনি।

West Bengal Election 2021 Phase 8: ভোটার কার্ড না দেখালে ভোট দেওয়া যাবে না, বিজেপি প্রার্থীকে আটকালেন প্রিসাইডিং অফিসার
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: ভোটার কার্ড দেখাতে না পারায় বিজেপি (BJP) প্রার্থীকে ফেরালেন প্রিসাইডিং অফিসার। জোড়াসাঁকো বিধানসভার বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে বাড়ি থেকে ভোটার কার্ড আনিয়ে তারপর ভোট দিতে দেওয়া হয় বলে অভিযোগ।

বৃহস্পতিবার অষ্টম দফায় উত্তর কলকাতার সাতটি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে চৌরঙ্গি, জোড়াসাঁকো, এন্টালি, শ্যামপুকুর, বেলেঘাটা, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া। সকাল থেকেই এই সাত কেন্দ্রের ভোটগ্রহণ নিয়ে বিক্ষিপ্ত হিংসার অভিযোগ উঠে এসেছে। বিশেষ করে শ্যামপুকুর, জোড়াসাঁকো, মানিকতলা।

আরও পড়ুন: হঠাৎ কী এমন ঘটল! ভোটের সকালে হন্তদন্ত হয়ে অনুব্রতের বাড়িতে ডাক্তার-নার্স

মীনাদেবী পুরোহিতের অভিযোগ, তিনি জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী। তাঁর কাছে নির্বাচন কমিশনের পরিচয়পত্র রয়েছে। তারপরও তাঁকে বলা হয়, ‘বৈধ কাগজপত্র’ না দেখাতে পারলে ভোট দিতে পারবেন না। ভোটার কার্ড দেখতে চান প্রিসাইডিং অফিসার। প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকার পর বাড়ি থেকে ভোটার কার্ড আনিয়ে ভোট দেন তিনি। ক্ষুব্ধ মীনাদেবীর অভিযোগ, নির্বাচন কমিশনের পরিচয়পত্র দেখালেও ভোট দিতে দেননি প্রিসাইডিং অফিসার। এরকম কেন হবে সে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানান তিনি।

আরও পড়ুন: ভোটকেন্দ্র থেকে সামান্য দূরেই বস্তা বস্তা বোমা! বড় নাশকতার ছক বলছে বিজেপি

Next Article