ভাল আছেন বুদ্ধবাবু, করছেন খাওয়া-দাওয়াও, কিন্তু চিন্তায় রাখছে সাইটোকাইন ঝড়

ঋদ্ধীশ দত্ত |

May 22, 2021 | 4:18 PM

কোভিড সেরে গেলেও বুদ্ধবাবুর শরীরে যাতে তার কোনও প্রভাব না পড়ে, তার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছেন চিকিৎসকরা।

ভাল আছেন বুদ্ধবাবু, করছেন খাওয়া-দাওয়াও, কিন্তু চিন্তায় রাখছে সাইটোকাইন ঝড়
ফাইল ছবি

Follow Us

কলকাতা: করোনা আক্রান্ত হয়ে ঘরেই চিকিৎসাধীন থাকলেও আগের চেয়ে এখন অনেকটাই ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার সূত্র মারফৎ জানা গিয়েছে, বর্তমানে স্থিতিশীল রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। খাওয়া-দাওয়া অনেকটাই স্বাভাবিকভাবে করছেন। কথাও বলছেন তিনি। তাও চিকিৎসকরা সতর্ক। যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিওপিডি রয়েছে। তাই কোভিড পরবর্তী সময়ে সাইটোকাইন ঝড় নিয়ে সতর্ক থাকতে চান চিকিৎসকরা।

সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, কোভিড সেরে যাওয়ার পরেও অনেক সময়ে ভাইরাস দেহের নানা অংশে প্রভাব বিস্তার করে। এই প্রভাব বিস্তারের জেরে করোনা সেরে গেলেও সাইটোকাইন ঝড় দেখা যায়। তাই কোভিড সেরে গেলেও বুদ্ধবাবুর শরীরে যাতে তার কোনও প্রভাব না পড়ে, তার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছেন চিকিৎসকরা।

সিপিএম নেতৃত্ব জানিয়েছেন, কোভিড আক্রান্ত হওয়ার আগেই ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছিলেন বুদ্ধবাবু এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। আর চিকিৎসকদের অনেকের মতে, ভ্যাকসিন নেওয়ার কারণেই হয়তো কোভিড প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী’র শরীরে খুব একটা প্রভাব ফেলতে পারেনি।

আরও পড়ুন: রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত বেড়ে ১০, রিপোর্ট স্বাস্থ্য দফতরের

তবে চিকিৎসার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হাসপাতালে যেতে নারাজ। এই অবস্থায় দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, বুদ্ধবাবুর শারীরিক অবস্থার সামান্য অবনতি হলেই তাঁর নিষেধ উপেক্ষা করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা আছে। এ বিষয়ে তাঁর মেয়ে সুচেতনার সঙ্গে সঙ্গে কথা বলছেন দলীয় নেতৃত্ব ও চিকিৎসকরা।

আরও পড়ুন: ‘আপনাকে ছাড়া বাঁচব না দিদি’, টিকিট না পেয়ে কেঁদে ভাসানো সোনালির কাতর আবেদন টুইটে

Next Article