Dharmapuja: এবার ধর্মতলায় ধর্মপুজো, পাঁচদিন ধরে চলবে ‘মহোৎসব’

Anjan Roy | Edited By: সায়নী জোয়ারদার

Apr 25, 2023 | 11:57 AM

Dharmatala: গত বছর থেকে হুগলির ত্রিবেণীতে কুম্ভস্নান শুরু হয়েছে। এ বছরও বহু মানুষ ভিড় করেন সেখানে। পাশাপাশি কল্যাণীতেও কুম্ভমেলার আয়োজন করা হয়।

Dharmapuja: এবার ধর্মতলায় ধর্মপুজো, পাঁচদিন ধরে চলবে মহোৎসব
ধর্মপুজো নিয়ে সাংবাদিক সম্মেলন।

Follow Us

কলকাতা: ধর্মতলায় এবার ধর্মপুজো। পাঁচদিন ধরে চলবে সেই উৎসব। শহরের অন্যতম প্রাণকেন্দ্র ধর্মতলা অনেক কিছুর সাক্ষী। মিটিং, মিছিল, প্রতিবাদ, প্রতিরোধ কিংবা ক্লান্ত পথিকের পথ চলা, তবে এর আগে এমন জাঁকজমকপূর্ণ পুজো দেখেনি। এবার তাও দেখবে। আয়োজনে ধর্মতলা ধর্ম ঠাকুর পুজো মহোৎসব। বুদ্ধপূর্ণিমার দিন অর্থাৎ ৫ মে থেকে এই পুজো শুরু হবে। শেষ হবে ৯ মে। ধর্মতলা মেয়ো রোডের কাছে এই যজ্ঞ চলবে। সাধুরা বাগবাজার ঘাটে স্নান সেরে হেঁটে যাবেন ধর্মতলায়। এরপর সেখানেই চলবে পুজোপাঠ।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন করেন উদ্যোক্তারা। তাঁরা জানান, এই পুজোর অঙ্গ হিসাবে থাকবে গঙ্গা স্নান, সাধুসেবা, বেদ, গীতা, চণ্ডীপাঠ, ধর্ম ও অন্যান্য দেবদেবীর পুজো, কীর্তন, ভজন, গঙ্গা আরতি, ধর্মকথা পাঠ চলবে। সঙ্গে চলবে হোমযজ্ঞ। উদ্যোক্তারা জানান, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগ। রামকৃষ্ণ মিশনের স্বামী, সাধু, সন্ত ও সন্ন্যাসী, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, মহা নির্বাণ মঠ ও অন্যান্য মঠও এই উদ্যোগে শামিল বলে জানিয়ছেন উদ্যোক্তারা।

গত বছর থেকে হুগলির ত্রিবেণীতে কুম্ভস্নান শুরু হয়েছে। এ বছরও বহু মানুষ ভিড় করেন সেখানে। পাশাপাশি কল্যাণীতেও কুম্ভমেলার আয়োজন করা হয়। ধর্মতলায় ধর্মপুজোর উদ্যোক্তারা জানান, হাজার বছরের পুরনো ধর্মতলায় ধর্মপুজোর ‘ঐতিহ্য’। সে সময় প্রস্তরখণ্ডকে ধর্মঠাকুর বা ধর্মরাজ নামে পুজো করা হতো বলে শোনা যায়। বৈশাখ, জ্যৈষ্ঠ ও ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই পুজো হতো। তবে ব্রিটিশ রাজত্বে সেসব হারিয়ে যায়। সেই হৃত ঐতিহ্য ফিরিয়ে আনতেই এবার ধর্মতলায় ধর্মঠাকুরের উপাসনা হতে চলেছে।

Next Article