Santoshpur Fire: সন্তোষপুর স্টেশনের পাশে ভয়াবহ আগুন, দীর্ঘক্ষণ বজবজ-শিয়ালদহ শাখার ট্রেন চলাচল বন্ধ

Souvik Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Apr 06, 2023 | 8:28 PM

Fire: স্টেশনের প্ল্যাটফর্ম লাগোয়া দোকানগুলিতে এই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে।

Santoshpur Fire: সন্তোষপুর স্টেশনের পাশে ভয়াবহ আগুন,  দীর্ঘক্ষণ বজবজ-শিয়ালদহ শাখার ট্রেন চলাচল বন্ধ
ভয়াবহ আগুন।

Follow Us

কলকাতা: সন্তোষপুর স্টেশনের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড। বজবজ-শিয়ালদহ শাখার মহেশতলায় সন্তোষপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পাশে বৃহস্পতিবার ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুনের জেরে এই মুহূর্তে শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। যদিও পরে ফের চালু হয় ট্রেন। বিকেল গড়াতেই এমন আগুন লাগার ঘটনা এবং তার জেরে রেল পরিষেবা ব্যাহত হওয়ার কারণে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।

স্থানীয় সূত্রে খবর, এলাকায় কোনও একটি দোকানে সিলিন্ডার ফাটার আওয়াজ পান এলাকার লোকজন। এরপরই আগুনের লেলিহান শিখা দেখা যায়। যেহেতু স্টেশনচত্বর, ভরা বিকেল, বহু মানুষ সেখানে ছিলেন। এছাড়াও এলাকার দোকানগুলিতেও মানুষের প্রচুর ভিড় ছিল। ফলে ছোটাছুটি, চিৎকার চেঁচামেচিতে একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

এলাকার লোকজনের কথায়, দোকানগুলিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পর পর দোকান হওয়ায় একটা দোকান থেকে আরেকটা দোকানে আগুন ধরে যায়। দমকলের একাধিক ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ করে। এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে কাজ করছেন দমকল কর্মীরা।

 

Next Article