RG Kar Medical College: সরলেন সুদীপ্ত রায়, আরজি করের ‘রোগী কল্যাণে’ এবার শান্তনু সেন

Sourav Dutta | Edited By: সায়নী জোয়ারদার

Feb 27, 2023 | 5:59 PM

RG Kar: ২০২১ সালের সেপ্টেম্বর নাগাদ আরজিকর স্বাস্থ্য ভবনে প্রায় ২ ঘণ্টা বৈঠকের পর আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে সুদীপ্ত রায়ের নাম ঘোষণা করা হয়।

RG Kar Medical College: সরলেন সুদীপ্ত রায়, আরজি করের রোগী কল্যাণে এবার শান্তনু সেন

Follow Us

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Medical College) রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল সুদীপ্ত রায়কে। নতুন চেয়ারম্যান হলেন শান্তনু সেন। সোমবারই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্যভবন। সেখানে বলা হয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ডিপার্টমেন্ট রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে মনোনীত করেছে। শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় এই পদে ছিলেন। আচমকা এই বদল নিয়ে উঠছে প্রশ্ন। অনেকে বলছেন, এ নাকি ডানা ছাঁটা। ২০২১ সালের সেপ্টেম্বর নাগাদ আরজিকর স্বাস্থ্য ভবনে প্রায় ২ ঘণ্টা বৈঠকের পর আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে সুদীপ্ত রায়ের নাম ঘোষণা করা হয়। এর বাইরে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। এই সুদীপ্ত রায়ের সময়ে নানা বিতর্কেরও অভিযোগ ওঠে। এরইমধ্যে এই বদল।

তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় আসার পর শান্তনু সেন, নির্মল মাজিরাই চিকিৎসক নেতা হিসাবে বিভিন্ন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির রাশ ছিল তাঁদের হাতেই। তবে কলকাতার আইএমএ শাখার নির্বাচন ঘিরে  নির্মল-শান্তনুর সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে। এরপরই সুশান্ত রায়, সুদীপ্ত রায়দের উত্থান বলে স্বাস্থ্যমহলের অলিন্দের খবর। এই সুশান্ত রায়, যিনি উত্তরবঙ্গের ওএসডি। অন্যদিকে সুদীপ্ত রায় দক্ষিণবঙ্গের একাধিক হাসপাতালের গুরুত্বপূর্ণ পদ পান।

আরজি কর হাসপাতালের রোগীকল্যাণ সমিতির পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, কলকাতা মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতিতেও শক্তি বাড়ে তাঁর। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের ভোটেও শাসকগোষ্ঠীর জয়ের অন্যতম কারিগর হিসাবে তাঁদেরই মনে করেন চিকিৎসকমহলের একাংশ। এদিকে প্যানেল বিতর্ক থেকে চিকিৎসক বদলি বিতর্ক সবেতেই অভিযোগের আঙুল ওঠে সুদীপ্ত রায়ের ভূমিকা নিয়ে। কলকাতা মেডিক্যালে বদলি বিতর্কে নেফ্রোলজির ওপিডি বন্ধ রাখার মতো ঘটনাও ঘটে। এরইমধ্যে আরজি করের রোগীকল্যাণ সমিতি থেকে সরানো হল তাঁকে। যদিও এই বদলি নিয়ে এখনও কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article
Journalist Attacked: রিপোর্টারের পরিবারের কথা ভেবে এক পা পিছিয়েছি, এবার দশ পা এগোব: TV9 বাংলার ম্যানেজিং এডিটর
Gopal Dalapati Exclusive: ‘টিউশন পড়িয়েই মাসে লাখ দেড়েক ইনকাম’, গোপাল দলপতি বলছেন, ‘সব আয় সৎ পথে’