সকাল থেকেই রোদের তেজ রয়েছে। গলদঘর্ম অবস্থা সকলের। মাঝে-মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে। তবে এতে গরম কমার আশঙ্কা নেই। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টি কিছুটা বাড়বে একুশে জুলাই থেকে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। অপরদিকে, উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এক নজরে পড়ুন…
আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে দুই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানাচ্ছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস,আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস,আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় যদি অস্বস্তি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। আপাতত তাপমাত্রা উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আজ ও আগামিকাল বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা। শুক্রবার বাড়তে পারে বৃষ্টিও।