কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনী নিয়ে জট এখনও পুরোপুরি কাটেনি। ৩৩৭ কোম্পানি বাহিনীতে সবুজ সংকেত মিললেও, বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে ভবিষ্যৎ কী, তা এখনও অস্পষ্ট। আর এসবের মধ্যেই পঞ্চায়েতের ময়দানে নয়া রণকৌশল তৃণমূলের (Trinamool Congress)। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরা হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে। এমনই দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। সেই মতো বেশ কিছু লিফলেটও ছাপানো হয়েছে বলে জানালেন তিনি। কিছু লিফলেট হিন্দিতে, তো কিছু আবার ইংরেজিতে। রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ানের সেই লিফলেট শাসক শিবির বিলি করবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে সেই কথাই জানালেন কুণাল ঘোষ। কিন্তু কেন হঠাৎ এমন পদক্ষেপ করছে তৃণমূল? দলের রাজ্য মুখপাত্রের কথায়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাতে বুঝতে পারেন, রাজ্যে কী কী উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে… সেই কারণেই এই পদক্ষেপ। কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের কথা তাঁদের বোঝানোর চেষ্টা করবে তৃণমূল এই লিফলেটের মাধ্যমে। এমন কত লিফলেট ছাপানো হয়েছে, কবে থেকে বিলি করা হবে? সেসব নিয়ে বিশেষ কিছু খোলসা করেননি কুণাল। তবে তৃণমূল মুখপাত্র জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যেখানে তাঁরা দেখতে পাবেন, সেখানেই তাঁদের হাতে তুলে দেওয়া হবে এমন লিফলেট।
কুণালের বক্তব্য ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের সঙ্গে কথা হয়েছে তাঁর। কুণালের মুখে বাংলার উন্নয়নের খতিয়ান শুনে সেই জওয়ান বেশ অবাক হয়ে গিয়েছেন বলেই দাবি কুণালের।
এদিকে তৃণমূলের এমন উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়ছে না বঙ্গ বিজেপি। বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য পাল্টা আক্রমণ শানিয়েছেন এই নিয়ে। শমীকের বক্তব্য, রাজ্য নির্বাচন কমিশনও চায় না বাহিনী বুথে পাঠাতে চায় না। তারা বাহিনীকে আম গাছের নীচে বসিয়ে রাখতে চায়। আর তৃণমূল মুখপাত্রর আজকের বক্তব্যকে খোঁচা দিয়ে শমীক বলেন, ‘কমিশনই তৃণমূল, তৃণমূলই কমিশন।’