কলকাতা: ব্যালটের হিসেব নিকেশের শুরু থেকেই এক ইনিংস এগিয়ে ব্যাটিং করছে তৃণমূল (Trinamool Congress)। পঞ্চায়েতে প্রায় আট হাজারের কাছাকাছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। সমিতিতেও প্রায় এক হাজারের কাছাকাছি বিনা লড়াইয়ে জয়। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে ঘাসফুলের ধারেকাছে ঘেঁষতে পারছে না বিরোধীদের কেউই। জয়ের পথ মসৃণ হতেই আত্মবিশ্বাসী সুর তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যর (Debangshu Bhattacharya)। টুইটারে লিখেছেন, ‘… বাংলা জুড়ে ঘাসের ফুল’। টিভি নাইন বাংলায় একান্ত প্রতিক্রিয়ায় তৃণমূলের আইটি সেলের দায়িত্বে থাকা দেবাংশুর দাবি, এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে বিরোধীরা বেশ সম্মানজনক অবস্থাতেই রয়েছে।
ভোট গণনার শুরুর থেকেই বিরোধী দলগুলি বিভিন্ন ধরনের অভিযোগ তুলে আসছে। অনেক গণনা কেন্দ্রের বাইরেই বিরোধীদের অভিযোগ করতে দেখা যাচ্ছে, তাঁদের নাকি গণনাকেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের অন্যতম মুখপাত্র দেবাংশুর সাফ বক্তব্য, বিরোধীদের এই জাতীয় অভিযোগ ‘সর্বৈব মিথ্যা ও ভুয়ো’। ব্যাখ্যা দিতে গিয়ে ভোট গণনার সকাল থেকে এখনও পর্যন্তের ট্রেন্ডের কথাও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, বিরোধীরা অভিযোগ করছে গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না… অথচ বিজেপি বাংলায় গ্রাম পঞ্চায়েতের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে। সঙ্গে দেবাংশুর আরও সংযোজন, ‘যদি বিরোধী দলগুলির মিলিত হিসেব দেখা যায়, তাহলে তারা একটি সম্মানজনক আসন পাচ্ছে। অবশ্যই তৃণমূল অনেকটা এগিয়ে আছে।’
একইসঙ্গে বিরোধীরা গণনাকেন্দ্রে ঢুকতে না পারার যে অভিযোগগুলি তুলছে, তাতে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না তৃণমূল যুব নেতা। তাঁর প্রশ্ন, যদি সত্যিই এমন অভিযোগ থাকে, তাহলে সংবাদমাধ্যমে সেই ফুটেজ কেন ধরা পড়ছে না? বিরোধীরা গণনাকেন্দ্র থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে এই ধরনের অভিযোগ তুলছে বলেই দাবি দেবাংশুর।