SSC Exam: ‘উনি নোয়া পরেই পরীক্ষা দিয়েছেন’, পরিষ্কার জানাল পুলিশ

এরপরই কড়া বার্তা দেওয়া হয় পুলিশের তরফে। সোশ্যাল হ্যান্ডেলে তারা লিখেছে, ' সব ধর্মেরই প্রচলিত আচরণবিধি সরকারের কাছে সমান সম্মানের। তবু, এর সঙ্গে ধর্মকে জড়িয়ে যাঁরা বিভ্রান্তিকর এবং উসকানিমূলক প্রচার চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

SSC Exam: উনি নোয়া পরেই পরীক্ষা দিয়েছেন, পরিষ্কার জানাল পুলিশ
এসএসসি পরীক্ষার্থীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 16, 2025 | 5:47 PM

কলকাতা: নোয়া খুলতে বলায় পরীক্ষা না নিয়ে বেরিয়ে যান এসএসসি চাকরিপ্রার্থী। পূর্ব বর্ধমানের এই ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ সংক্রান্ত বিভিন্ন মতামত রাখছেন নেটিজেনরা। এবার এ প্রসঙ্গে পোস্ট করলেন রাজ্য পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে,ওই পরীক্ষার্থী নোয়া পরেই পরীক্ষা দিয়েছেন। রাজ্য পুলিশ জানিয়েছে, রাজ্যের অন্যত্রের মতো বর্ধমানের ওই পরীক্ষাকেন্দ্রের মূল প্রবেশপথে পরীক্ষার্থীদের চেকিংয়ের দায়িত্বে ছিল একটি বেসরকারি সংস্থা। অন্যান্যদের মতো বিষয়টি পরীক্ষাকেন্দ্রের কর্তৃপক্ষের নজরে আনেন। বিষয়টি সঙ্গে সঙ্গে মিটে যায়। এরপর নোয়া পরেই নিরাপদে এবং নির্বিঘ্নে উনি পরীক্ষা দেন।

এরপরই কড়া বার্তা দেওয়া হয় পুলিশের তরফে। সোশ্যাল হ্যান্ডেলে তারা লিখেছে, ‘ সব ধর্মেরই প্রচলিত আচরণবিধি সরকারের কাছে সমান সম্মানের। তবু, এর সঙ্গে ধর্মকে জড়িয়ে যাঁরা বিভ্রান্তিকর এবং উসকানিমূলক প্রচার চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গিয়েছে, রবিবার ঘটনাটি ঘটেছে ‘কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে।’ এসএসসি (SSC) আগেই জানিয়েছিল, কোনও রকম দামি জিনিস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। তা আগেই আনতে বারণ করা হয়েছিল। এরপর রবিবার পরীক্ষার সময় ছিল প্রবল নিরাপত্তা ব্যবস্থা।পরীক্ষার্থীদের জানানো হয়েছিল, কোনওরকম ধাতবও জিনিস সঙ্গে করে আনা যাবে না। সেই কারণেই বিবাহিত মহিলাদের হাতের পলা, নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশ মানতে বলে প্রশাসন। কিন্তু একজন পরীক্ষার্থী হাতের নোয়া খুলতে নারাজ। তাঁর বক্তব্য ছিল, একমাস বিয়ে হয়েছে তাই তিনি নোয়া খুলতে পারবেন না। এরপরই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া।