কলকাতা: আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। বুধ ও বৃহস্পতিবার গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলে ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি ধীরে-ধীরে দক্ষিণ-পশ্চিমের দিকে সরছে। এর প্রভাবেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
জানা যাচ্ছে, উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং,জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ১৭ অগস্ট থেকে কমবে বৃষ্টির পরিমাণ। তবে রবিবার থেকে পুনরায় বাড়বে বৃষ্টির পরিমাণ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বুধবার ও বৃহস্পতিবার উপকূলের জেলাগুলি ভাসতে পারে। এবং এবং পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
দু’দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। দুই দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে।আংশিক মেঘলা আকাশ।