কলকাতা: রাজ্যসভায় প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তিনজন নতুন মুখ। তার মধ্যে নিঃসন্দেহে সবথেকে বেশি চর্চিত নাম সামিরুল ইসলাম। সোমবার সকালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে আগামী রাজ্যসভার ভোটের ৬ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বাকি ৫টি নাম তৃণমূলের পরিচিত মুখ হলেও, অচেনা মুখ সামিরুল। কে এই নতুন মুখ, শুরু হয় আলোচনা। জানা গিয়েছে, সামিরুল একেবারে ‘অরাজনৈতিক’ মুখ। তৃণমূল বা অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তিনি। বাংলা সংস্কৃতি মঞ্চের অন্যতম সংগঠক তিনি।
পরিযায়ী শ্রমিকদের নিয়ে সামিরুল প্রচুর কাজ করেছেন। বিশেষ করে কোভিডের সময় সামিরুলদের সংগঠন ময়দানে নেমে পরিযায়ী শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া আদিবাসী এবং বাংলার সংস্কৃতি নিয়েও কাজ করেন সামিরুল। লেখালেখি করেন এই সব ইস্যুতে।
বীরভূমের রামপুরহাটের ছেলে সামিরুল। কলকাতায় পড়াশোনা করেছেন। একইসঙ্গে বিভিন্ন সময়ে নানা আন্দোলনে পথে নেমেছেন তিনি। তার সংগঠন নানা ইস্যুতে বিভিন্ন সময় সোচ্চার হয়েছে। তা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে স্কুল পড়ুয়াকে ধর্ষণের ঘটনা হোক কিংবা রাজনৈতিক হিংসা বন্ধের দাবি হোক। এরকম একজনকে এবার রাজ্যসভায় পাঠাতে চলেছে তৃণমূল। শিক্ষার পাশাপাশি সমাজ সচেতনতা সামিরুলের ‘ইউএসপি’। তাতে ভর করে সংসদভবনের অলিন্দে কতটা অক্সিজেন জোগাতে পারে শাসকদল এখন সেটাই দেখার।