১৮ উর্ধ্বদের গণটিকাকরণ সোমবার থেকে শুরু হচ্ছে না রাজ্যে, কী ব্যাখ্যা স্বাস্থ্যভবনের?
এতদিন যেভাবে রাজ্যজুড়ে টিকাকরণ চলছিল, একই গতিতে চলবে। যদিও গোটা দেশের সঙ্গে সাযুজ্য রেখে টিকাকরণের জন্য সেশন সাইট বাড়ানো হবে, কিন্তু সবাইকে টিকা দেওয়া যাবে না।
কলকাতা: নতুন টিকা নীতি কার্যকর করার মাধ্যমে সোমবার থেকে দেশজুড়ে পুনরায় ১৮ উর্ধ্বদের গণটিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার কথা। কিন্তু, পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে আগামিকাল থেকে বাংলায় সেই কাজ শুরু করা যাবে না। রবিবার পষ্টাপষ্টি এমনটাই জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।
১৮ উর্ধ্বদের জন্য ২১ জুন থেকে সমস্ত রাজ্যকে বিনামূল্যে করোনা টিকার পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো এ রাজ্যেও রাত পোহালেই প্রাপ্তবয়স্কদের গণটিকাকরণ শুরু হওয়ার কথা। কিন্তু, রবিবার স্বাস্থ্যকর্তা জানান, কাল থেকে ১৮ উর্ধ্ব সকলে টিকা পাবেন না। বরং এতদিন যেভাবে রাজ্যজুড়ে টিকাকরণ চলছিল, একই গতিতে চলবে। যদিও গোটা দেশের সঙ্গে সাযুজ্য রেখে টিকাকরণের জন্য সেশন সাইট বাড়ানো হবে, কিন্তু সবাইকে টিকা দেওয়া যাবে না।
এর কারণ ব্যাখ্যা করে স্বাস্থ্য দফতরের কর্তা জানান, সকল ১৮ উর্ধ্বদের টিকা দিতে গেলে রাজ্যে যে পরিমাণ টিকা মজুত থাকা প্রয়োজন, তা এই মুহূর্তে নেই। যদিও স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্তমানে রাজ্য সরকারের হাতে ১৪ লক্ষ্য ভ্যাকসিনের ডোজ় রয়েছে। যার মধ্যে ১২ লক্ষ কোভিশিল্ড এবং ২ লক্ষ কোভ্যাক্সিন। এই পরিমাণ টিকা দিয়ে রাজ্যজুড়ে ১৮ উর্ধ্ব সকলের টিকাকরণ কর্মসূচি শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছেন অজয় চক্রবর্তী। জোগান স্বাভাবিক হলে তবেই পুরোদমে টিকাকরণ শুরু বলে জানিয়েছে স্বাস্থ্যভবন।
আরও পড়ুন: ‘পূর্ব পাকিস্তানকেও আলাদা হতে হয়েছিল,’ বার্লার বিতর্কে জল ঢাললেও কীসের ইঙ্গিত দিলীপের?
অন্যদিকে, রবিবার ফের রাজ্যে এসেছে কোভিশিল্ডের ভ্যাকসিন। রবিবার বিকেলে ভ্যাকসিন শহরে এসে পৌঁছয়। ২ লক্ষ ২০ হাজার ৯২০ টি ডোজ় কোভিশিল্ড ভ্যাকসিন পুনের সেরাম ইনস্টিটিউট থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয়। ভ্যাকসিন বাগবাজার সেন্ট্রাল স্টোরে নিয়ে রাখা হয়।
আরও পড়ুন: মূত্রদ্বার থেকে বেরোচ্ছে রক্ত, SSKM হাসপাতালে ১৬ দিন খোলা আকাশের নীচে শুয়ে ৭০ উর্ধ্ব বৃদ্ধ