কলকাতা: শুক্রবার রাজ্য বাজেট। তবে সেই বাজেট পেশ পর্বে সশরীরে বিধানসভায় নাও উপস্থিত থাকতে পারেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর শারীরিক অবস্থা ভাল নয়। সূত্রের খবর, তিনি বাড়ি থেকে জুম বা গুগল মিটের মাধ্যমে বাজেটে অংশ নিতে পারেন।
শুক্রবার বিকেল চারটে নাগাদ রাজ্য বাজেট পেশ হওয়ার কথা। শনিবার বাজেটের উপর আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রতি বছরই বাজেট প্রস্তাব পড়েন অর্থমন্ত্রী। কিন্তু এ বছর সে ছবিতে বদলের সম্ভাবনাও থাকছে। কারণ, অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা ভাল নয়। সেক্ষেত্রে বিধানসভায় অর্থমন্ত্রী হাজির না থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পড়তে পারেন বলেও সূত্রের খবর।
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে প্রিয়ঙ্কা গান্ধির কনভয়! অল্পের জন্য রক্ষা রাজীবকন্যার
সামনেই বিধানসভা ভোট। তার আগে এবারের রাজ্য বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উন্নয়নে গতি আনাই বাজেটের লক্ষ্য হলেও এ বছর বাজেটে অতিরিক্ত চমকও থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সংখ্যালঘু, আদিবাসী, তফশিলি জাতি ও উপজাতি, অনগ্রসর শ্রেণির মানুষদের জন্য বিশেষ প্রকল্প আনতে পারে রাজ্য। কৃষকদের জন্য বাড়তি সুবিধাও বাজেটে থাকার সম্ভাবনা রয়েছে। অনলাইনে ক্লাস করতে ট্যাবের টাকা দেওয়া, সমব্যথী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলিও বাজেটে উঠে আসতে পারে বলে অর্থ দফতর সূত্রে খবর।