
টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে আগেই। জেলে গিয়েছেন মন্ত্রী থেকে শিক্ষাকর্তারা। তাই বলে দুর্নীতির শিকার খোদ সন্তানতুল্য স্কুল পড়ুয়ারা! আর কাঠগড়ায় পিতৃতুল্য প্রধান শিক্ষক! বাংলায় আবারও এক নজিরবিহীন অভিযোগ। শিক্ষার্থীদের প্রাপ্য টাকা উধাও হয়ে যাচ্ছে কোনও অদৃশ্য শক্তিবলে! ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত, চলছে ধরপাকড়ও। অভিযোগ উঠেছে শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শিক্ষা দফতরের আধিকারিকদের বিরুদ্ধেও। কেলেঙ্কারির শিকড় যে অনেক গভীরে, তা বোঝাই যাচ্ছে। এরই মধ্যে নাম জড়িয়েছে প্রধান শিক্ষকদের! ‘হেড স্যর’ বা ‘হেড মিস্ট্রেস’-এর নাম শুনলেই শ্রদ্ধায় মাথানত হয়ে আসে পড়ুয়াদের। একটি স্কুলের সর্বোচ্চ সম্মানীয় পদ এটি। সেই শিক্ষকদের নাম যদি এফআইআর-এ ওঠে, তাহলে কতটা বিশ্বাস রাখবেন অভিভাবকরা? পড়ুয়ারাই বা কতটা শ্রদ্ধা দেখাতে পারবেন? ...