
কলকাতা: মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে বাংলার ওপর। তার জেরে আবারও বৃ্ষ্টি। তবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হবে। এদিন ৮জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বুধ ও বৃহস্পতিবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। শনিবার থেকে ফের কমবে বৃষ্টির পরিমাণ।
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি। বুধবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ওপরের জেলায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি চলবে।
বুধবার সকালের দিকে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি অনেকটাই বাড়বে। উইকেন্ডে বৃষ্টি কমবে অস্বস্তি বাড়বে। জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৯১ শতাংশ। ফরে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।