
কলকাতা: বাংলার কপাল থেকে বৃষ্টির ফাঁড়া যেন কিছুতেই কাটছে না! উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আর তার জেরে ঝাড়খণ্ডে বৃষ্টি আর বাংলার ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা, তার জেরে আবারও বৃষ্টি। তবে এর জেরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,উত্তরবঙ্গে জারি রয়েছে হলুদ সতর্কতা।
আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস বইতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের সন্ধ্যা সাতটার বুলেটিন অনুযায়ী, রাতে দিকে দক্ষিণ দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো বাতাস।
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা ও নদিয়াতে জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
শনিবার সকালেও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে দমকা বাতাস।
কলকাতায় শনিবারও থাকবে মেঘলা আকাস। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতা থাকবে ৯৩ শতাংশ। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায়, কলকাতায় ঘর্মাক্তজনিত অস্বস্তি বজায় থাকবে।