
কলকাতা: দফায় দফায় বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। বর্ষায় বৃষ্টি ভাল লাগলেও, পুজো যত এগিয়ে আসছে, ততই বৃষ্টি চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি। শনিবার আপাতত স্বস্তির বার্তা এলেও আগামী সপ্তাহ থেকে ফের ঘুরে যাবে আবহাওয়া। পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে আজ, শনিবার মূলত মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে ফের বাড়বে বৃষ্টি। বাংলায় ফিরতে পারে মৌসুমী অক্ষরেখা। তার আগে অর্থাৎ রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আজ শনিবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।