
কলকাতা: বছর শেষের দিকে যত এগোচ্ছে, ততই পারাপতন হচ্ছে। জাঁকিয়ে শীত কি তবে এখন সময়ের অপেক্ষা? আলিপুর আবহাওয়া অফিস আগেই বলেছিল, সপ্তাহন্তে তাপমাত্রা কমবে কলকাতা সহ গোটা বাংলার। সেই পূর্বাভাস মিলল অক্ষরে অক্ষরে। সামান্য বাড়ল ঠান্ডা আমেজ। ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া অফিসের তথ্য বলছে, কলকাতায় আজ তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রির ঘরে থাকবে। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ১১ ডিগ্রির ঘরে রয়েছে শ্রীনিকেতন, বহরমপুরের তাপমাত্রা। উত্তরে আবার ঠান্ডায় কালিম্পংকে টেক্কা দিচ্ছে কোচবিহার। কালিম্পঙের তাপমাত্রা যেখানে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানেই কোচবিহারের তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, আগামী ৪-৫ দিন শীতের আমেজ চলবে। এখন রাজ্য জুড়ে উত্তুরে হাওয়া বইছে। সর্বনিম্ন তাপমাত্রা তাই স্বাভাবিক বা তার নিচে অবস্থান করছে। আগামী সাত দিনে তাপমাত্রার খুব একটা তারতম্য হবে না। ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
আজ কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। তারপরে পরিষ্কার হয়ে যাবে আকাশ। দিনভর শুষ্ক আবহাওয়াই থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যা থাকবে শীতের আমেজ। দিনের বেলাও শীতের অনুভূতি থাকবে। রাত ও দিন- দুই সময়েই তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৩ থেকে ৯৩ শতাংশ।
আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া এবং পুরুলিয়াতে। উপকূল ও সংলগ্ন এলাকাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। সাতদিন উত্তুরে হাওয়ায় শীতের আমেজ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশার চাদর থাকবে। কুয়াশার ঘনঘটা হতে পারে অন্তত চার জেলাতে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন মাঝারি কুয়াশা দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের উপকূল সহ পশ্চিমের কিছু জেলায়।