
কলকাতা: ক্রমেই শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল। সেটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। মঙ্গলবারই সিস্টেমটি দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে আরও শক্তিশালী হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। জানিয়েছে ভারতের মৌসম ভবন। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সেনিয়ার। নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। যার অর্থ সিংহ। নভেম্বর মাসের শেষে বিশাখাপত্তনম এর কাছাকাছি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা।
এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের।
তবে এর জেরে তাপমাত্রা কিছুটা কমল। কলকাতায় ১৬ ডিগ্রির ঘরে পারদ। আপাতত শুষ্ক আবহাওয়া। কোন কোন জেলায় সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ সামান্য বাড়ল। সকালে ও রাতে শীতের অনুভূতি থাকবে।
আগামী ৩-৪ দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই খুব সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। জেলায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করবে।
কোনও বঙ্গেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। দার্জিলিঙের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল।