কলকাতা: সকাল থেকেই মানুষ বেরতে শুরু করেছেন মহাষষ্ঠীতে। ধীরে ধীরে নামছে মানুষের ঢল। বিকেলে হয়ত আরও অনেকে বেরবেন প্রতিমা দর্শন করতে। কিন্তু তার আগে জেনে নিতে হবে তো আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি কি হবে ষষ্ঠীতে?
আলিপুর আবহাওয়া অফিস আজ ষষ্ঠীতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আকাশে বজ্রগর্ভ মেঘ ঘুরছে। আগামী ২-৩ ঘণ্টায় এই দুই জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বজ্রপাত নিয়েও বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পুজোর বাকি দিনেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই পুজোয়।
আজ সকাল থেকে কলকাতার আকাশ মোটামুটি পরিষ্কার। মঙ্গলবার যে হারে বৃষ্টি হয়েছে, তাতে কলকাতার একাধিক জায়গায় জমে গিয়েছিল জল। তবে আজকের পরিস্থিতি এখনও স্বাভাবিক। কিন্তু অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। তবে এখনও পর্যন্ত কলকাতায় কোনও রকম বৃষ্টির সতর্কবার্তা জারি হয়নি।