
কলকাতা: সাইক্লোনের জেরে ধাক্কা খেয়েছে শীত। বাড়তে শুরু করেছে তাপমাত্রা। ২-৩ দিনের জন্য তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। তারপর আবারও তাপমাত্রা নামতে শুরু করবে বলে জানা গিয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, আগামী সোমবার পর্যন্ত ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে কলকাতার তাপমাত্রা। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। শুক্রবারের মধ্যে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কলকাতার পারদ।
দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে সামান্য নীচে। রবিবার পর্যন্ত ক্রমশ বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের নিম্নমুখী হবে পারদ। সকালে থাকবে কুয়াশা। পরে পরিষ্কার আকাশ।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯১ শতাংশ।
এদিকে, ঘূর্ণিঝড় দিতওয়া (DITWAH) দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। এটি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু-পন্ডিচেরি উপকূলের দিকে এগোবে। রবিবার সকালে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা। এর সরাসরি কোনও প্রভাব থাকছে না বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তনে তাপমাত্রার তারতম্য শুরু হয়েছে।
এদিকে, সাইক্লোন দিওয়ার জেরে ভয়াবহ দুর্যোগের ছবি দেখেছে শ্রীলঙ্কা। ৫৬ জনের মৃত্যু হয়েছে সে দেশে। ফুঁসছে সমুদ্র। জারি করা হয়েছে সতর্কতা। স্কুল-কলেজ সবই বন্ধ। শ্রীলঙ্কার বন্যা উদ্ধার অভিযানে ভারতীয় নৌবাহিনী আইএনএস বিক্রান্ত মোতায়েন করা হয়েছে। সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।