Weather Update: ‘মোখা’ বেলাইন হলেও বিপদ কাটছে না বাংলার, লাইনে দাঁড়িয়ে দু’দুটি কালবৈশাখী, জেনে নিন তারিখ

Kolkata Weather Update: মোখার তাণ্ডবে বাংলাদেশ লণ্ডভণ্ড হয়ে যাবে সেই পূর্বাভাস আগেই মিলেছে। তবে বাংলায় কী প্রভাব পড়বে মোখার? আদৌ প্রভাব পড়বে?

Weather Update: মোখা বেলাইন হলেও বিপদ কাটছে  না বাংলার, লাইনে দাঁড়িয়ে দুদুটি কালবৈশাখী, জেনে নিন তারিখ
বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস।

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 14, 2023 | 5:05 PM

কলকাতা: তীব্র ঘূর্ণিঝড় হিসাবে মায়ানমারে আছড়ে পড়ল মোখা (cyclone mocha)। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ থেকে শুরু হয়েছে ল্যান্ডফল। অতিপ্রবল ঘূর্ণিঘড়ের ল্যান্ডফ প্রক্রিয়া ঘণ্টা দেড়-দুই ধরে চলবে বলে জানা গিয়েছে। বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের উত্তর উপকূল দিয়ে বয়ে যাচ্ছে মোখা। এই এলাকায় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। মোখার তাণ্ডবে বাংলাদেশ লণ্ডভণ্ড হয়ে যাবে সেই পূর্বাভাস আগেই মিলেছে। তবে বাংলায় কী প্রভাব পড়বে মোখার? আদৌ প্রভাব পড়বে?

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, মোখার জন্য চলতি মরশুমে আন্দামানে আগেই প্রবেশ করবে বর্ষা। তবে আগামী দু’থেকে তিনদিন বঙ্গ এখন শুষ্ক থাকবে। বরাতের বদল হবে ১৬ তারিখ থেকে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ১৬ মে থেকে ২০ মে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে। অপরদিকে, দক্ষিণবঙ্গে ১৭ মে থেকে ২০ মে দক্ষিণবঙ্গে কলকাতা সব বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই দু’দিন বীরভূম, পুরুলিয়া, দুই বর্ধমানে বাড়বে গরম। তাপমাত্রা পৌছতে পারে ৪০ ডিগ্রি পর্যন্ত।

এ দিকে, মোখার আশঙ্কায় বাংলাদেশ ও মায়ানমারের উপকূল এলাকা থেকে প্রচুর মানুষকে করিয়ে নিয়ে যাওয়া হয়েছে। লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ঘূর্ণঝড়ের জেরে বাংলাদেশ ও মায়ানমারের উপকূল এলাকায় প্রবল জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলেও খবর। এর জেরে উপকূল এলাকার জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি মোখার তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রচুর মানুষ এর জেরে গৃহহীন হবেন বলে আশঙ্কা।