
কলকাতা: বছরের প্রায় শেষ! হাড়কাঁপানো ঠান্ডায় একেবারে জবুথবু রাজ্য। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা অনেকটাই কমেছে। সঙ্গে ছিল উত্তরে হাওয়ার ঝোড়ো দাপট। সোমবার কলকাতার তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। শনিবার কলকাতা শীতলতম দিনটা কাটিয়েছে। ১২ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২-৩ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তারপর তাপমাত্রা বাড়তে পারে।
বছরের শুরুতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল আগামী দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা ২২ থেকে ২৩ এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বছরের শুরুতে তাপমাত্রা বেড়ে ১৫ থেকে ১৬ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে, সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলো, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের তাপমাত্রা কলকাতা থেকে তিন থেকে চার ডিগ্রি কম থাকবে ।
তিন চার দিন পরে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশা ও বছরের শেষ এবং শুরুতে কুয়াশার পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণের বিভিন্ন জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। উত্তরের দিকে দার্জিলিঙের তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। উপরের দিকের পাঁচ জেলার তাপমাত্রা ৮-৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে কুয়াশার দাপট সেখানে মারাত্মক বেশি। দৃশ্যমানতা ১৯৯-৫০ মিটারের কাছে পৌঁছে গিয়েছে। দার্জিলিঙে এবং কালিম্পং পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বছরের শুরুতে ।