West Bengal Weather: জাঁকিয়ে ঠান্ডা বাংলার এই জেলাগুলোয়, কতটা নীচে নামবে পারদ?
Winter Update: কলকাতায় আজ ১৫ ডিগ্রি সেলসিয়াসে পারদ। জেলায় ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে। গতকাল বীরভূমের শ্রীনিকেতনে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল পারদ। তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা: জাঁকিয়ে ঠান্ডা পড়বে বাংলায়। অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়া। দক্ষিণজুড়ে ই শীতের আমেজ। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এলাকায়। কিন্তু সুখের খবর, এর কোনও প্রভাবই পড়বে না বাংলায়। ফলে বাংলায় এখন জাঁকিয়ে ঠান্ডা পড়ার সুবর্ণ সুযোগ। তেমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গ জমিয়ে শীতের আমেজ। তাপমাত্রা অনেকটাই কমেছে। স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা। শীতের আমেজ বাড়ছে। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে, পরে পরিষ্কার হবে আকাশ।
কলকাতায় আজ ১৫ ডিগ্রি সেলসিয়াসে পারদ। জেলায় ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে। গতকাল বীরভূমের শ্রীনিকেতনে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল পারদ। তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। দার্জিলিঙের তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নামলো পারদ। মালদাতে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৮৯ শতাংশ। কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার হবে আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ। দিনেও শীতের অনুভূতি। রাত ও দিনের দুটো সময়ের তাপমাত্রা স্বাভাবিকের নীচে।
