West Bengal Weather: একধাক্কায় ১০ ডিগ্রিতে নামল পারদ, উইকেন্ডে জাঁকিয়ে ঠান্ডা, কলকাতাতেও হাড় কাঁপবে শীতে

Winter Update: উত্তরবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আর দক্ষিণবঙ্গেও সব বাধা কেটে গিয়েছে। ফলে শীতল হাওয়ার পথে কোনও বাধা নেই। একাধিক জায়গায় নামল পারদ।

West Bengal Weather: একধাক্কায় ১০ ডিগ্রিতে নামল পারদ, উইকেন্ডে জাঁকিয়ে ঠান্ডা, কলকাতাতেও হাড় কাঁপবে শীতে
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 06, 2025 | 12:15 PM

কলকাতা: আর কোনো বাধা নেই। শীতের আমেজ শুরু হয়ে গেল বাংলা জুড়ে। শনিবার মরশুমের শীতলতম ভোর দেখল কলকাতাবাসী। শীতের মরসুমে প্রথমবার ১৪ ডিগ্রির ঘরে নামল কলকাতার পারদ। এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও নেমেছে। এরাজ্যে আপাতত কোনও সিস্টেম নেই। ফলে শীতের পথেও কোনও বাধা নেই। অবাধ পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করছে।

পশ্চিমে জেলাগুলিতে ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে নেমেছে পারদ। আগামী সাতদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা এক ধাক্কায় ১৫ ডিগ্রির নীচে নেমেছে। সপ্তাহান্তে তাপমাত্রা এরমকই থাকবে বলে আশা করা হচ্ছে। সকালের দিকে শিশির পড়বে ও পথ-ঘাট কুয়াশায় ঢেকে যেতে পারে। বেলা বাড়লে আকাশ হবে পরিষ্কার। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

সকাল-সন্ধ্যে শীতের আমেজ অনুভূত হবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। গত মঙ্গলবারও ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল কলকাতার পারদ। বৃহস্পতিবার সকালে সেই তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছয়। শুক্রবার সামান্য বেড়ে ১৭ ডিগ্রি হয় আর আজ শনিবার ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা।

কোথায় কত হল তাপমাত্রা, একনজরে:

শ্রীনিকেতনে ১০.২ ডিগ্রি

কল্যাণীতে ১০.৩ ডিগ্রি

বাঁকুড়ায় ১০.৯ ডিগ্রি

বর্ধমানে ১১ ডিগ্রি

পানাগড়ে ১১.২ ডিগ্রি

পুরুলিয়ায় ১২.৪ ডিগ্রি

মেদিনীপুরে ১২.৫ ডিগ্রি

আলিপুরে ১৪.৫ ডিগ্রি

দমদমে ১৪.৯ ডিগ্রি