
সৌভিক সরকারের ইনপুট
কলকাতা: জানুয়ারির শুরুতে হাড় কাঁপিয়েছে শীত (Winter)। মাসের শেষ হতে হতেই উধাও সেই শীত। সকাল অল্পবিস্তর ঠান্ডা থাকলেও, বেলা বাড়তেই চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতায় ১৭ ডিগ্রিতে পৌঁছে গেল তাপমাত্রা। তবে কি জানুয়ারিতেই খেলা শেষ শীতের?
গত বৃহস্পতিবার কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ১৪.৮। সেখানেই গতরাতে কলকাতায় তাপমাত্রা ছিল ১৭.৯ অর্থাৎ প্রায় ১৮ ডিগ্রি। এক সপ্তাহেই ভোল পাল্টে গেল আবহাওয়ার। দিনের তাপমাত্রা ২৭ ডিগ্রি আর রাতে ১৮ ডিগ্রির ঘরে থাকছে তাপমাত্রা। বলা চলে, জানুয়ারির শেষ লগ্নেই অকাল মৃত্যু হল শীতের।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, পর পর পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতঘুমে চলে গিয়েছে শীত। আগামী এক সপ্তাহ তাপমাত্রার বিশেষ একটা পরিবর্তন হবে না। উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে আজ, শুক্রবার। আগামী তিনদিনে আরও দুটি ঝঞ্ঝার প্রভাব বোঝা যাবে কাশ্মীরে। এই ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর-হিমাচলে আরও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তর-পূর্ব বিহারের উপরও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। তারই প্রভাবে বাংলায় বাড়ছে তাপমাত্রার পারদ।
পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দ্বিতীয়ার্ধ থেকেই রাতে এবং ভোরেও শীতের সামান্য অনুভূতি গায়েব হবে। মার্চ থেকেই তীব্র গরম পড়বে। এপ্রিলে ফের তাপপ্রবাহের চোখরাঙানি। ২০২৬ সালে ফিরছে উষ্ণ বছর ‘এল নিনো’। এবারের গ্রীষ্ম সাম্প্রতিক অতীতের উষ্ণতার রেকর্ড ভাঙতে পারে বলে আশঙ্কা।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। ৫৫ দিন পর ১৭ ডিগ্রির ঘরে পৌঁছল কলকাতার পারদ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। ১৩-১৪ ডিগ্রির ঘরে রয়েছে বাঁকুড়া-বীরভূমের তাপমাত্রা। আগামী ৫-৬ দিনে তাপমাত্রায় বড়সড় বদল নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।
কলকাতার মতোই দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার চাদর থাকবে। বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির ঘরেই থাকবে। উপকূল ও মধ্যবঙ্গের জেলাগুলিতে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা খুব একটা শীতের আমেজ বোঝা না গেলেও, সকাল ও সন্ধ্যায় শীত হালকা হলেও টের পাওয়া যাবে।
শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আংশিক হাওয়া বদল হচ্ছে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা। সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা প্রবল। তার প্রভাব পড়বে দার্জিলিংয়েও। উত্তরবঙ্গে কুয়াশাঘন আবহাওয়াই থাকবে আগামী কয়েকদিন।