Stampede and lynching: ভগবান নিদ্রা গিয়েছেন?

Stampede and lynching: ভিড়ের মাঝে পড়ে গিয়েছেন কেউ। তাঁকে মাড়িয়ে চলে যাচ্ছেন অন্যরা। আবার চোর সন্দেহে গাছে বেঁধে মারধর করা হচ্ছে কাউকে। বারবার ঘটছে এমন ঘটনা। গণপিটুনি ও পদপিষ্টের মতো ঘটনার সময় মানুষের মনে কী চলে? পদপিষ্টদের আর্তনাদ কি কারও কানে পৌঁছয়? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন।

Stampede and lynching: ভগবান নিদ্রা গিয়েছেন?
পদপিষ্টদের আর্তনাদ কি পৌঁছয় কারও কানে?

Jul 13, 2024 | 7:21 PM

কলকাতা: ভিড়টা ক্রমশ বাড়ছিল। একসময় শ্বাস নিতেও কষ্ট হতে থাকে। গরমে অস্বস্তি বাড়তে থাকে। তবুও সেই ভিড়ে মিশে থাকার আনন্দ। ‘বাবা’-র দর্শন লাভের আনন্দ। তাঁর পদধূলি মাথায় ঠেকানোর আনন্দ। সেখানে কীসের অস্বস্তি। অপরিচিতরাও যেন ভিড়ের মধ্যে আপনজন মনে হয়। সবাই তো এসেছেন ‘বাবা’-র দর্শনে। সবাই তো তাই আপনজন। কিন্তু, তাল কাটল কয়েক মুহূর্ত পর। হুড়োহুড়িতে যখন একের পর এক শিশু-নারী মাটিতে পড়ে গেলেন। আর নির্বিকারে তাঁদের মাড়িয়ে চলে যাচ্ছেন অন্যরা। মাটিতে ‘পিষে’ যাওয়ার আগে কেউ ভাবছেন, আপনজন হয়ে হাত বাড়িয়ে দেবেন কেউ। সেই হাত সত্যিই কি এগিয়ে আসে? পদপিষ্টের সময় কান্নার রোল, আর্তনাদ কি পৌঁছয় কারও কানে? কাউকে মাড়িয়ে যাওয়ার সময় পা কি দুরুদুরু করে কাঁপে? সেই ভিড়ের মাঝে কেমন অবস্থা হয় ‘আপনজনদের’? উত্তর প্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর পর এমন নানা প্রশ্ন উঠছে। তবে শুধু হাথরস নয়। ভারতে পদপিষ্টের ঘটনা এর আগেও ঘটেছে। কেন বারবার এমন ঘটনা ঘটে? কী বলছেন মনস্তত্ত্ববিদরা? ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন