Messi in Kolkata: ‘হায়দরাবাদ, মুম্বইয়ে যদি সব ভাল হয়…’, যুবভারতীতে বিশৃঙ্খলা নিয়ে সরব সৌগত

Saugata Roy on Lionel Messi: যুবভারতীর ঘটনা নিয়ে এবার সৌগত রায় বলেন, "এই ঘটনায় আমি খুবই হতাশ। খুবই দুঃখিত। এটা তো বলা হয়, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি আর্জেন্টিনা থেকে কলকাতা এসেছেন। সঠিকভাবে সংবর্ধনা দিতে পারলে বাঙালির ফুটবলপ্রীতি প্রকাশ করতে পারতাম।"

Messi in Kolkata: হায়দরাবাদ, মুম্বইয়ে যদি সব ভাল হয়..., যুবভারতীতে বিশৃঙ্খলা নিয়ে সরব সৌগত
যুবভারতীর ঘটনা নিয়ে কী বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 13, 2025 | 7:23 PM

কলকাতা: যুবভারতীতে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মেসি-ভক্তরা। যুবভারতীতে বিশৃঙ্খলা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তাঁর স্পষ্ট বক্তব্য, যা হয়েছে, তা ঠিক হয়নি। কলকাতা ছাড়াও ভারতের অন্য শহরে মেসির অনুষ্ঠান রয়েছে। সৌগত রায়ের বক্তব্য, সেখানে যদি ভালভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়, সেটা রাজ্যের জন্য অস্বস্তির ব্যাপার হবে।

তিলোত্তমায় লিওনেস মেসির আসাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই উন্মাদনা বাড়ছিল। শনিবার মেসিকে এক ঝলক দেখতে যুবভারতী স্টেডিয়ামে ভিড় করেছিলেন মেসি-ভক্তরা। কিন্তু, তাঁরা হতাশ হয়েছেন। মাঠের মধ্যে অতিরিক্ত ভিড়ে মেসিকে দেখতে পাননি। মেসিও নির্দিষ্ট সময়ের আগেই বেরিয়ে যান। তারপরই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। স্টেডিয়ামে ভাঙচুর চালানো হয়। উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ঘটনায় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যুবভারতীর ঘটনা নিয়ে এবার সৌগত রায় বলেন, “এই ঘটনায় আমি খুবই হতাশ। খুবই দুঃখিত। এটা তো বলা হয়, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি আর্জেন্টিনা থেকে কলকাতা এসেছেন। সঠিকভাবে সংবর্ধনা দিতে পারলে বাঙালির ফুটবলপ্রীতি প্রকাশ করতে পারতাম। তার জায়গায় যেটা হল, সেটা লজ্জাজনক। মেসির কর্মসূচি পুরোটা হল না। মাঠ ছেড়ে দিতে হল। তার কারণ, কিছু লোক ওকে ঘিরে ছিল।”

মেসিকে ঘিরে ভিড় নিয়ে অবশ্য সৌগত বলেন, “কারা ছিলেন আমি দেখিনি। এটা রাজ্য সরকারের অনুষ্ঠান ছিল না। শুধু মন্ত্রী নয়, শিল্পপতিরাও ছিলেন। যাঁরা ছিলেন, তাঁরা হয়তো অত্যুৎসাহী হয়ে করেছেন।” স্টেডিয়ামে বোতল ছোড়া, ভাঙচুর নিয়ে তাঁর বক্তব্য, “আর বড় বিপদ হতে পারত। মাঠে বোতল পড়েছে, এর চেয়ে লজ্জার কী হতে পারে।” বিরোধীরা এই নিয়ে সরব হলেও তাকে গুরুত্ব দিচ্ছেন না তৃণমূলের বর্ষীয়ান সাংসদ। বললেন, “এটা রাজনীতির বিষয় নয়। মেসিকে দেখতে না পেয়ে হতাশার বহিঃপ্রকাশে এই বিশৃঙ্খলা হয়েছে।” একইসঙ্গে তাঁর বক্তব্য, “জয় শ্রীরাম স্লোগান যাঁরা দিচ্ছিলেন, তাঁদের ভূমিকা ছিল বলে মনে হয়।”

মেসির ভারতের অন্যান্য শহরেও অনুষ্ঠান রয়েছে। সেকথা উল্লেখ করে সৌগত রায় বলেন, “মেসি হায়দরাবাদ যাবেন, মুম্বই যাবেন। সেখানে যদি সব ভাল হয়ে যায়, সেটা তো আমাদের দুঃখের ব্যাপার হয়ে যাবে।”