
কলকাতা: প্রবল বৃষ্টি। বজ্রপাত। বিপর্যস্ত বৃন্দাবন। দ্বাপর যুগে বৃন্দাবনবাসীর সেই বিপর্যস্তের ছবি তুলে ধরা হয়েছে পুরাণে। কিন্তু, এত বৃষ্টির কারণ কী? পুরাণ অনুসারে, বালক শ্রীকৃষ্ণের কথায় দেবরাজ ইন্দ্রের পুজো বন্ধ করায় রেগে গিয়ে তিনি বৃন্দাবনে প্রবল বৃষ্টি শুরু করেন। সে তো পুরাণের কথা। বর্তমান যুগে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ভাসিয়ে নিয়ে গিয়েছে একাধিক এলাকা। আশ্রয় হারিয়েছেন মানুষ। কিন্তু, এত বৃষ্টি কেন হচ্ছে? উড়ন্ত নদী বা বায়ুমণ্ডলীয় নদী কী? উড়ন্ত নদীর এই রুদ্রমূর্তি আটকানো যাবে কীভাবে? কী বলছেন বিশেষজ্ঞরা? বন্যায় বাড়িঘর হারিয়ে দিশেহারা হাজার হাজার মানুষ। আশ্রয় শিবিরেও মাথা গোঁজার ঠাঁই নেই। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ছবি দেখা গিয়েছে। সাম্প্রতিক উদাহরণ বাংলাদেশ, চিন এবং কানাডা। গত বছরের এপ্রিলে ইরাক, ইরান, কুয়েত এবং জর্ডনও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে। অতি মাত্রায় বৃষ্টির জেরে এই ভয়াবহ বন্যা। চিলিতে মাত্র তিন দিনে...