কলকাতা: মেঘ-রোদের খেলা চলছে। বড়সড় পারাপতন না হলেও হাওয়া অফিস বলছে, নভেম্বরের মাঝমাঝি সময় থেকেই কমবে তাপমাত্রা। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবেই এই ছবি দেখা যাবে। হাওয়া অফিস বলছে, ১৫ নভেম্বর থেকে উত্তুরে হাওয়ার দাপট দেখা যাবে। তবে এরইমধ্যে আবার আছে নিম্নচাপের পূর্বাভাস। আবহাওয়া দফতর বলছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগরে এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। যদি এ সপ্তাহের শেষে এই নিম্নচাপের সৃষ্টি হয় তাহলে পরের একসপ্তাহে এর গতিবিধি কেমন থাকে তার উপরেও বাংলার হাওয়া বদল অনেকটাই প্রভাবিত হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
তবে মোটের উপর আগামী ৭দিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। দু-একটি জেলায় কোনও কোনও অংশ দু-এক পসলা বৃষ্টিও হতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। ১৫ তারিখের পর থেকেই মূলত বড় বদল। উত্তরে হাওয়া ঢোকার সঙ্গে সঙ্গেই রাতরাতি পরিবর্তন দেখা যাবে আকাশেও। সকালের দিকে হালপকা কুঁয়াশা বা ধোঁয়াশাবৃত আবহওয়া দেখা যাবে। বেলা বাড়লেও কোনও কোনও জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।
এরইমধ্যে রবিবার রয়েছে জগদ্ধাত্রী পুজোর নবমী। সেদিন আবার উপকূলের তিন জেলাতে অল্প হলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাতে। একইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়েও রবিবার সামন্য বৃষ্টি হতে। হালকা বৃষ্টি দেখা যেতে পারে জলপাইগুড়িতেও। তবে সোমবার থেকে ফের শুষ্ক আবহাওয়া।