মাসের পর পর মাস চিকিৎসা, হাজারো টেস্ট, জানাই গেল না কী হয়েছে ৭১ বছরের বৃদ্ধের
ছবি - TV9 Bangla

মাসের পর পর মাস চিকিৎসা, হাজারো টেস্ট, জানাই গেল না কী হয়েছে ৭১ বছরের বৃদ্ধের

সৌরভ পাল |

Feb 13, 2021 | 2:09 PM

চিকিৎসা মেলেনি। উল্টে বিস্তর হয়রানি নিয়ে বাসন্তীর বাড়িতে ফিরতে হয়েছে এই পরিবারকে। অসুস্থ বৃদ্ধ, এই টানাপড়েনে আরও কাহিল হয়ে গিয়েছেন। তাহলে উপায়? আমার-আপনার মতো নিতান্ত ছাপোষা মানুষ কী করবে? কোথায় যাবে?

কয়েক মাস হয়ে গেল, ঘাড়ে অসহ্য যন্ত্রণা। ৭১ বছরের বৃদ্ধ মাথা তুলে রাখতেই পারছেন না! যন্ত্রণা এতটাই বেড়েছে, যে হাঁটাচলা করতেও বেশ কষ্ট হচ্ছে। ওঁর নাম কালীপদ পুরকাইত। থাকেন বাসন্তীতে। বাবার এই অবস্থা দেখে, ডাক্তারবাবুর কাছে ছুটেছেন ছেলে। কিন্তু না, মাস ফুরোলেও কালীপদবাবুর ঠিক কী হয়েছে, সেটাই এখনও জেনে উঠতে পারেনি পরিবার! চিকিৎসা তো দূর অস্ত।

 

Published on: Feb 13, 2021 12:48 PM