কলকাতা: পুজোর আগে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস। গভীর নিম্নচাপের আশঙ্কায় দক্ষিণবঙ্গে জারি সতর্কতা। আগামী সোমবার-মঙ্গলবার ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। পাশাপাশি দুই মেদিনীপুর, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস বলছে, কলকাতা-সহ বাকি জেলাতেও বাড়বে বৃষ্টির পরিমাণ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কিছু জেলাতেও। এমনটাই বলছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে বাংলার আরও কাছে আসবে। তাতে বৃষ্টি মাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে। ধীরে ধীরে দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে সরবে গভীর নিম্নচাপ।
প্রসঙ্গত, অগস্টের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ভাল বৃষ্টি পেয়েছে বাংলা। ভেসেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। টানা বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। মুষলধারার সাক্ষী থেকেছে উত্তরবঙ্গও। তবে সেপ্টেম্বরের শুরু থেকে অবস্থা অনেকটাই বদলে যায়। সাগর উত্তাল হলেও স্থলভাগে সেই অর্থে কোনও ছাপ দেখা যায়নি। উল্টে বিগত কয়েকদিনে তো কলকাতায় অনেকটাই বেড়েছে রোদের দাপট। গরমও বেড়েছে। এদিকে হাত আর কয়েকটা দিন। তারপরই পুজোর ঢাকে কাঠি। যদিও তার আগেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।