কলকাতা: সকাল থেকেই মুখ ভার আকাশের। কিন্তু, যদি ভাবেন গরমের দাপট বাড়তে না বাড়তেই বৃষ্টির দাপট বাড়বে তবে সে গুড়ে বালি। উল্টে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পাঁচ থেকে ছ’টি জেলায়। আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে অসম, রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশের দিকে। তার আংশিক প্রভাবেই পশ্চিমবঙ্গের আকাশে কিছুটা মেঘের সঞ্চার হতে পারে বলে মনে করা হতে পারে। তবে তা থেকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। হলেও ছিটেফোটা।
আবহওয়া দফতর তো এও বলছে শনিবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলিতে গরমের দাপট সবথেকে বেশি থাকতে পারে। কোথাও কোথাও পারদ ৪০ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে যেতে পারে। সিংহভাগ ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে।
আবহাওয়া দফতর বলছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের পাশাপাশি রবিবারও থাকছে তাপপ্রবাহের সতর্কতা। রবিবারও বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে তাপপ্রবাহ চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে।