
কলকাতা: তাপমাত্রা ওঠানামা করছে পুরোদমে। আবহাওয়া দফতর বলছে আগামী পাঁচ থেকে সাত দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত বাংলায় নেই। সর্বনিম্ন তাপমাত্রা মোটের উপর একই থাকলেও তা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। তবে গত কয়েকদিনের মতো শীতের আমেজ থাকছে। ভোর, সকালের দিকে কুয়াশার দেখা মিলবে। পশ্চিমাঞ্চলের কিছু কিছু জায়গায় ও পাহাড়ের বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশার দেখা মিলবে। তবে দিনভর মূলত পরিষ্কার আকাশই থাকছে।
এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৪৭ থেকে ৯২ শতাংশের মধ্যে। হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। বর্তমানে কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। এই সমস্ত জেলাগুলিতে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন তাপমাত্রা মোটের উপর শুষ্কই থাকবে। আকাশ মূলত পরিষ্কারই থাকছে। শীতেম আমেজ থাকছে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। হাওয়া অফিস বলছে, পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসেরমধ্যে থাকবে তাপমাত্রা।