
কলকাতা: বিগত কয়েকদিনে দফায় দফায় রেকর্ড ঠান্ডা দেখেছে কলকাতা। এবার আর কনকনে শীত মিলল না মকর সংক্রান্তিতে। স্বাভাবিকের নীচে নামলই না কলকাতার পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৭ থেকে সামান্য কমে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৮০ শতাংশ। যদিও গত ২ বছরের তুলনায় সংক্রান্তিতে ঠান্ডা বেশি। ২০২৪-এর সংক্রান্তিতে তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি। ২০২৫-এর সংক্রান্তিতে তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি। আবহাওয়াবিদরা যদিও বলছেন মাঘের শুরুতে ঠান্ডা কিছুটা বাড়তে পারে।
হাওয়া অফিস এও বলছে, ১৫ থেকে ১৯ জানুয়ারি জাঁকিয়ে শীতের আরেকটা স্পেল আসবে। ভালরকম শীতের ব্যাটিং চলবে ২৩ জানুয়ারি সরস্বতী পুজো পর্যন্ত। ৩১ জানুয়ারি পর্যন্ত রাতে ভোরে শীতের আমেজ। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধাপে ধাপে শীত বিদায় পর্ব শুরু হয়ে যাবে। তবে আপাতত আগামী দু’দিনে আরও কিছুটা নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। এদিন বিকেল থেকে সক্রিয় হবে উত্তুরে হাওয়ার জেড স্ট্রিম। অতি গভীর নিম্নচাপের সমস্ত শক্তি কেন্দ্রীভূত হয়েছে তামিলনাড়ু পুদুচেরি উপকূলে। ফলে উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়ার স্রোত অবাধে সারাদিন হুহু করে বইছে বাংলায়। এর জেরে আগামী দু’দিনে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। সে কারণেই জমিয়ে শীতের স্পেল বজায় থাকবে মাঘ মাসের পঞ্চমী পর্যন্ত।
দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট কিছুটা কম হলেও উত্তরবঙ্গে কুয়াশার সতর্কবার্তা থাকছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সব জেলাতেই। উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকাযগুলিতে তাপমাত্রা ঘুরতে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।