Winter in Bengal: ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ, বাংলায় হাড় কাঁপানো ঠান্ডা কবে?

Bengal Weather: শীতল পশ্চিমী হাওয়ার দাপট ক্রমেই বাড়ছে। হাওয়া অফিস মনে করছে আগামী ৫দিন কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে। বিগত কয়েকদিনের মতো আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রাও ১৫ ডিগ্রির নিচেই ঘোরাফেরা করবে।

Winter in Bengal: ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ, বাংলায় হাড় কাঁপানো ঠান্ডা কবে?
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Nov 10, 2025 | 10:11 PM

কলকাতা: দক্ষিণবঙ্গে আরও বাড়ল শীতের আমেজ। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে একাধিক জেলাতে স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেল তাপমাত্রা। রাতের পাশাপাশি সকালেও রীতিমতো শীতের আমেজ। খুব সকালে ঘন কুয়াশারও দেখা মিলছে। আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন সকালেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। 

শীতল পশ্চিমী হাওয়ার দাপট ক্রমেই বাড়ছে। হাওয়া অফিস মনে করছে আগামী ৫দিন কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে। বিগত কয়েকদিনের মতো আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রাও ১৫ ডিগ্রির নিচেই ঘোরাফেরা করবে। গোটা বাংলাজুড়েই ঠান্ডার প্রভাব অনেকটাই বাড়াবে উত্তরে হাওয়ার দাপটও। বৃষ্টির সম্ভাবনা নেই কোথাওই। তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা নয় বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে ইতিমধ্যেই বাংলা লাগোয়া ঝাড়খণ্ডে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেখানে হু হু করে দেখা যাচ্ছে পারাপতন। 

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে কুয়াশার ভালই দাপট থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মতো সব জেলাতেই দেখা যাবে একই ছবি। আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রারও খুব বেশি পরিবর্তন দেখা যাবে না। উত্তরের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।