
কলকাতা: দাবদাহে পুড়ছে বাংলা। এরইমধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর দিচ্ছে আলিপুর আবহওয়া দফতর। হাওয়া অফিস বলছে, মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে হাওয়া ক্রমশই খারাপ হচ্ছে। তৈরি হয়েছে নিম্নচাপ। কিন্তু, কতটা প্রভাব পড়বে বঙ্গে? আবহাওয়াবিদরা বলছেন, আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এর অভিমুখ হবে উত্তর দিকে। তারপর ধীরে ধীরে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে।
হাওয়া অফিস বলছে, মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবারের পাশাপাশি বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির খেলা এখানেই শেষ নয়। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শনিবার ও রবিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জেলায়। তবে দক্ষিণবঙ্গে অন্যান্য জেলার তুলনায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। বৃষ্টির সঙ্গেই ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
একই ছবি দেখা যেতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিাস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৫০ থেকে ৮৯ শতাংশের মধ্যে। তবে বৃষ্টি হলে তাপমাত্রায় আরও কিছুটা পারাপতন যে হতে পারে তা বলাই বাহুল্য। সে ক্ষেত্রে দাবদহের হাত থেকে সাময়িক রেহাই মিলতে পারে।