
কলকাতা: বিগত কয়েকদিন দফায় দফায় লাগাতার মুষলধারার পর বর্তমানে অনেকটাই বৃষ্টির দাপট কমছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর বলছে, রাতের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাতেও হতে পারে হালকা বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই।
মোটের উপর বর্ষা ঢোকার আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। উল্টে তাপমাত্রাও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। শনিবার থেকে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে। তবে অন্যান্য জেলাতেও গরম ও গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে আগামী সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অনেকটাই কমবে বলে জানাচ্ছে। তবে এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, এবং মালদহ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বভাস রয়েছে। তবে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। তবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে।