Jyotipriya Mallick: বালুর দফতরের দায়িত্বে এবার কে? মমতার বুধবারের ক্যাবিনেট বৈঠক নিয়ে চড়ছে জল্পনার পারদ

Jyotipriya Mallick: রেশন দুর্নীতির সূচনা বাম আমল থেকে, বালুর পাশে দাড়িয়ে একথাও বলতে শোনা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। দুর্নীতি ‘ব্যক্তিগত’। সামগ্রিক ভাবে দল এবং প্রশাসনে দুর্নীতি নেই। মমতার কথায় উঠে এসেছে এই সব প্রসঙ্গও।

Jyotipriya Mallick: বালুর দফতরের দায়িত্বে এবার কে? মমতার বুধবারের ক্যাবিনেট বৈঠক নিয়ে চড়ছে জল্পনার পারদ
মিটিংয়ের আগেই চ়ড়ছে জল্পনার পারদ Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Nov 07, 2023 | 11:11 PM

কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা দফতরের দায়িত্বে এবার কে? নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে নাকি বন দফতরের দায়িত্ব নিজের হাতেই রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বুধবারের ক্যাবিনেট বৈঠক ঘিরে এখন এই আলোচনাই তুঙ্গে প্রশাসনিক মহলে। রেশন দুর্নীতির অভিযোগে সদ্য জেলবন্দি হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রয়েছেন ইডি হেফাজতে। এদিকে তাঁর গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রই দেখছে তৃণমূল কংগ্রেস। জ্যোতিপ্রিয় তো বারবার বলেছেন, সবটাই ষড়যন্ত্র। হাত রয়েছে শুভেন্দুর।

রেশন দুর্নীতির সূচনা বাম আমল থেকে, বালুর পাশে দাঁড়িয়ে একথাও বলতে শোনা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুর্নীতি ‘ব্যক্তিগত’। সামগ্রিক ভাবে দল এবং প্রশাসনে দুর্নীতি নেই। মমতার কথায় উঠে এসেছে এই সব প্রসঙ্গও। এবার প্রশাসনে এই নিয়ে কি সিদ্ধান্ত নেবেন মমতা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

অন্যদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি যখন গ্রেফতার হয়েছিলেন তখন তাঁর হাতে ছিল শিল্প মন্ত্রক। যদিও গ্রেফতারির পরেই দলের সঙ্গে ক্রমেই তাঁর দূরত্ব বেড়েছিল। শেষে ছেঁটে ফেলা হয় তাঁর হাতে থাকা শিল্প মন্ত্রকের দায়িত্ব। যা এখন রয়েছে শশী পাঁজার কাঁধে। তবে জ্যোতিপ্রিয়র বেলায় কিন্তু ছবিটা খানিক আলাদা। তৃণমূলের বহু নেতাই ইতিমধ্যে জ্য়োতিপ্রিয়র পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সুর চড়িয়েছেন বিজেপির বিরুদ্ধে।