
কলকাতা: টানটান উত্তেজনার ভোটপর্ব শেষে রাজ্যে চলছে সরকার গঠনের প্রক্রিয়া। বৃহস্পতিবারই বিধায়ক পদে শপথ নিয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট প্রার্থী। রাজ্যের বর্ষীয়ান রাজনীতিকদের পাশাপাশি এ দিন দেখা যায় একাধিক তারকা প্রার্থীকেও। শুক্রবার দ্বিতীয় দফায় তারকা উপস্থিতি কম থাকলেও তালিকায় রয়েছে হেভিওয়েটদের নাম। শপথ নেবেন মুকুল রায়, নিশীথ প্রামাণিকেরা।
আজ প্রথম দফায় যে জেলাগুলির বিধায়কেরা শপথ নেবেন সেগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান, ও নদিয়া। এছাড়া, দ্বিতীয় দফায় শপথ নেবেন মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দুই দিনাজপুরের বিধায়কেরা। তালিকায় উল্লেখযোগ্য নাম হিসেবে থাকছে মুকুল রায়, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল।
প্রথম দিনেই কলকাতা ও দুই ২৪ পরগণার বিধায়করা শপথ নেন। তারকাদের মধ্যে এ দিন ছিলেন তৃণমূলের প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী, গায়িকা অদিতি মুন্সি, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, অভিনেত্রী লাভলি মৈত্র, প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি, প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, অভিনেতা কাঞ্চন মল্লিক, অভিনেতা সোহম চক্রবর্তী ও অভিনেত্রী জুন মালিয়া, বীরবাহা হাঁসদা। বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ও ক্রিকেটার অশোক দিন্দাও শপথ নেন এ দিন। এছাড়া হেভিওয়েটদের মধ্যে ছিলেন সাধন পাণ্ডে, বিমান বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, শশী পাঁজা, মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ। দেবাশীষ কুমার, অতীন ঘোষের মতো প্রথমবারের বিধায়কেরাও ছিলেন এ দিন।
অন্যবার নৌসর আলি কক্ষে বিধায়কদের শপথ হয়। কিন্তু সেই কক্ষ ছোট। তাই এবার অধিবেশন কক্ষেই শপথ গ্রহণ পর্ব চলছে। অন্য বার একসঙ্গে তিন বা চারজন বিধায়ক শপথ নিতেন। এবার কিন্তু এক একটি ব্যাচে ভাগ করে শপথ গ্রহণ পর্ব চলছে বিধানসভায়। সেই এক একটি ব্যাচে ২০-২৫ বিধায়ককে রাখা হচ্ছে। প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করাচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়।
২০১৬ সালে শপথ নেওয়ার সপ্তাহ খানেকের মধ্যে বিধানসভার অধিবেশন বসত। কিন্তু এবার কোভিড-বিধির কারণে অধিবেশন কবে বসবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার। প্রোটেম স্পিকার হিসেবে সুব্রত মুখোপাধ্যায় শপথ বাক্য পাঠ করাবেন বিধায়কদের।