Hindol Majumdar: যাদবপুরের ছেলে নাকি জঙ্গি? আলিপুর আদালতে উঠে এল বিস্ফোরক তথ্য

Hindol Majumdar Arrested: প্রশ্ন উঠতে শুরু করেছে, একজন বাঙালি গবেষক ছাত্রের বিরুদ্ধে এভাবে সরাসরি জঙ্গির সঙ্গে তুলনা করা যায় কিনা! শুরু হয়ে যায় রাজনৈতিক বিতর্ক।

Hindol Majumdar: যাদবপুরের ছেলে নাকি জঙ্গি? আলিপুর আদালতে উঠে এল বিস্ফোরক তথ্য

|

Aug 18, 2025 | 10:19 PM

কলকাতা: হিন্দোল মজুমদার। এই মুহূর্তে বাংলায় এই নামটা হিন্দোল তৈরি করেছে। বুধবার মধ্যরাতে স্পেন থেকে বিমানে চেপে দিল্লিতে আসেন। যাচ্ছিলেন দিদির বাড়ি। তারপর সেখান থেকে সরাসরি যাওয়ার কথা ছিল কলকাতায়। নিজের বাড়ি। কিন্তু তার আগেই তাঁকে ঘিরে ফেলে কলকাতা পুলিশ। কিছু বোঝার আগেই প্রিজন ভ্যানে তুলে সোজা থানায়। তারপর দিল্লির পটিয়ালা কোর্ট। পরে সেখান থেকে সরাসরি কলকাতার আলিপুর আদালত। যেখানে হিন্দোলকে কার্যত জঙ্গির সঙ্গে তুলনা করে রাজ্য সরকার। জঙ্গি! বিদেশে পাঠরত মেধাবী বাঙালি গবেষক, যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার, জঙ্গি? কী করেছেন তিনি? তাঁর বিরুদ্ধে কী অভিযোগ? এই হিন্দোল মজুমদারের বিরুদ্ধে অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির হামলায় অন্যতম যড়যন্ত্রকারী হচ্ছেন তিনি। সুদূর স্পেনে বসে ছক কষেছিলেন, কীভাবে যাদবপুরে অরজাকতা তৈরি করা যায়? আর তার প্রমাণ পুলিশের হাতে আছে বলে আদালতে দাবি করা হয়। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন