Sheikh Shajahan: ছেলের মৃত্যুর পরও কেন অভিযোগ দায়ের করলেন না এখনও? ভোলানাথের পরিবারের ভূমিকায় প্রশ্ন

Sheikh Shajahan: বুধবার বিকালের পর থেকেই পুলিশ প্রাথমিক ছানবিন শুরু করে দেন। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ন্যাজাট থানার পুলিশ ও ফরেনসিক টিম। দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। ঘটনাস্থলের আশপাশে যেখানে ক্যামেরা লাগানো ছিল, সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

Sheikh Shajahan: ছেলের মৃত্যুর পরও কেন অভিযোগ দায়ের করলেন না এখনও? ভোলানাথের পরিবারের ভূমিকায় প্রশ্ন
ভোলানাথ ঘোষImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 11, 2025 | 12:51 PM

কলকাতা: শেখ শাহজাহানের সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনা। তাতে গাড়ি চালক ও ভোলার ছেলের মৃত্যু। আর এই দুর্ঘটনার পর থেকেই শেখ শাহাজাহান ও লরি চালক আলিম মোল্লার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় ন্যাজাট থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। কিন্তু সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে একের পর এক অভিযোগ করেছেন ভোলানাথ। ছেলের মৃত্য়ু হয়েছে। তারপরও থানায় অভিযোগ দায়ের করতে কীসের এত দেরি? ভোলার পরিবারের ভূমিকাতেও বাড়ছে প্রশ্ন।

বুধবার বিকালের পর থেকেই পুলিশ প্রাথমিক ছানবিন শুরু করে দেন। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ন্যাজাট থানার পুলিশ ও ফরেনসিক টিম। দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। ঘটনাস্থলের আশপাশে যেখানে ক্যামেরা লাগানো ছিল, সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শাহজাহানের সাক্ষীর পাশাপাশি, এই দুর্ঘটনারও অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষই। কারণ গাড়িতে তিনজনই ছিলেন, অর্থাৎ ভোলানাথ, তাঁর ছোট ছেলে ও চালক। বাকি দুজনের মৃত্যু হয়েছে। জীবিত ভোলাই গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী। ঠিক কী ঘটেছিল, সেটা সাংবাদিকদের সামনে বলেছেন ভোলানাথ। কিন্তু এখনও লিখিতভাবে পুলিশকে অভিযোগ দায়ের করেননি।

মিনাখাঁর এসডিপিও কৌশিক বসাক বলেন, “আমরা এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে, তারপর অভিযোগে কী কী রয়েছে, সেটা খতিয়ে দেখে, কেস করা হবে।” বিশেষজ্ঞরা বলছেন, স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করলে শুরুতে তা অজ্ঞাতপরিচিতর বিরুদ্ধে গাফিলতির অভিযোগে শুরু হবে। সেক্ষেত্রে মৌখিকভাবে উঠে আসা অভিযুক্তদের নাম না থাকলে ‘বিপদ’ বাড়বে পুলিশের। তবে লিখিত অভিযোগ দায়ের না হলে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হবে বলেই সূত্রের খবর।