Weather Update: জানুয়ারির শেষেই শুরু গরমের খেলা?

Weather Update in Bengal: দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে দৃশ্যমানতা অনেকটাই কম থাকতে পারে। পার্বত্য এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রির আশেপাশে থাকলেও উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকবে।

Weather Update: জানুয়ারির শেষেই শুরু গরমের খেলা?
চলে যাচ্ছে শীত? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jan 25, 2026 | 1:09 PM

কলকাতা: শীতের খেলা প্রায় শেষ। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রবিবার ও আগামীকাল সোমবার রাজ্যজুড়ে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। খুব ভোরের দিকে প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। সঙ্গে গরমও কিছুটা বেড়ে যাবে। উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আরও একটি নতুন ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই মূলত আবহাওয়ার এই রদবদল বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 

এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৪১ থেকে ৯৫ শতাংশের মধ্যে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে কুয়াশার দাপট তুলনামূলক বেশি থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ১১ থেকে ১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করলেও দিনভর শীতের দাপট খুব একটা থাকবে না বলেই মনে করছে হাওয়া অফিস। 

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সোমবার সকাল পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা জারি করা থাকছে। বিশেষ করে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে দৃশ্যমানতা অনেকটাই কম থাকতে পারে। পার্বত্য এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রির আশেপাশে থাকলেও উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকবে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের হাওয়া মোটের উপর এমনটাই থাকবে। তাপমাত্রারও খুব একটা হেরফের হবে না।