West Bengal Latest Weather: পশ্চিমী ঝঞ্চার ‘ঝঞ্চাটে’ শীতের ‘গেম ওভার’! সরস্বতী পুজোয় কেমন ঠান্ডা থাকবে?
Weather Update for Kolkata & West Bengal on 17 January 2026: কলকাতায় উত্তুরে হাওয়ার দাপট কমছে। এর জেরে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ ১৩ ডিগ্রির ঘরে পারদ। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি। আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন হবে না। রবিবার থেকে হাওয়া বদল হবে।

কলকাতা: অনেক হল শীতের খেলা। এবার ছুটি। প্রবল শীতে যারা এতদিন কাবু হয়ে গিয়েছিলেন, তাদের জন্য সুখবর। সরস্বতী পুজোয় জাঁকিয়ে শীতের বিন্দুমাত্র সম্ভাবনা নেই। রোদের তাপে যথেষ্ট গরমের অনুভূতি হবে সরস্বতী পুজোয়। সন্ধের পর থেকে হালকা শীতের আমেজ থাকবে। রবিবারের পর থেকেই দ্রুত বাড়বে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সরস্বতী পুজোয় বেশ উষ্ণতা থাকবে। তবে তাপমাত্রা বাড়লেও বসন্ত পঞ্চমীতে শীতের আমেজ থাকবে পশ্চিমের জেলাগুলিতেৃ। সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকবে। শীত উধাও থাকবে সরস্বতী পুজোর দিন। খুব সকালে হালকা কুয়াশা থাকবে; তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
শনিবার থেকে সোমবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। এর মধ্যে রবিবার, ১৮ জানুয়ারি ঘন কুয়াশা সম্ভাবনা বেশি।
সিস্টেম-
পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১৯ জানুয়ারি।
কলকাতার আবহাওয়া-
কলকাতায় উত্তুরে হাওয়ার দাপট কমছে। এর জেরে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ ১৩ ডিগ্রির ঘরে পারদ। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি। আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন হবে না। রবিবার থেকে হাওয়া বদল হবে। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। আগামিকাল, রবিবার থেকে বাড়বে কুয়াশা। মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৮৮ শতাংশ থাকবে। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া-
আজ সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে। আগামিকাল থেকে বাড়বে কুয়াশার ঘনঘটা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। রবিবার কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় ঘন কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে।
আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘন্টায় শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
রবিবারে আবহাওয়ার পরিবর্তন হবে; সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। কলকাতায় তাপমাত্রা পৌঁছবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমের জেলায় ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে পারদ থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া-
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। বেশ কিছু জেলাতে ঘন কুয়াশা থাকবে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কুয়াশার ঘনঘটা বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের নেই। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।
