Weather Update: শীত সরিয়ে আজ নামছে বৃষ্টি, কবে আবার জাঁকিয়ে শীত? জানাল আলিপুর
Winter Weather Update: শীতে আবারও কাঁটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। পরপর ২ দিনে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ল তাপমাত্রা। আজ শুক্রবার কলকাতা শহরে পারদ পৌঁছেছে ১৬.১ ডিগ্রিতে। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
কলকাতা: চলতি বছরের শুরু থেকেই শীত প্রায় জোটেনি দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কপালে। মাঝে ২ দিনের জন্য একটু শীত অনুভব হলেও আবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এরই মধ্যে এবার হাজির বৃষ্টি। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি নামবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সেই সঙ্গে হবে শীতের দফারফা। আপাতত কয়েকদিন জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শীতে আবারও কাঁটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। পরপর ২ দিনে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ল তাপমাত্রা। আজ শুক্রবার কলকাতা শহরে পারদ পৌঁছেছে ১৬.১ ডিগ্রিতে। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পুবালি বাতাসের হাত ধরে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরেই নামবে বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টি হবে শনিবারও। দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঠাণ্ডা অনুভব করতে অপেক্ষা করতে হবে ১০ জানুয়ারি পর্যন্ত।