Woman found dead: গলায় ওড়না, খাটে উপুড় হয়ে পড়ে তরুণী, ঘরে ঢুকে থ স্বামী
Woman found dead: মৃত তরুণী একটি বিউটি পার্লারে কাজ করতেন। বছর আটেক আগে বুদ্ধদেব সাহার সঙ্গে বিয়ে হয়েছিল। বুদ্ধদেব একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁদের বছর চারেকের একটি ছেলে রয়েছে।
কেষ্টপুর: কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে বাড়ি থেকে উদ্ধার হল এক গৃহবধূর দেহ। মৃতের নাম অভিষিক্তা দে সাহা। শুক্রবার রাতে অফিস থেকে বাড়ি ফিরে স্ত্রীর মৃতদেহ দেখতে পান বুদ্ধদেব সাহা। কীভাবে ওই তরুণীর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ।
মৃত তরুণী একটি বিউটি পার্লারে কাজ করতেন। বছর আটেক আগে বুদ্ধদেব সাহার সঙ্গে বিয়ে হয়েছিল। বুদ্ধদেব একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁদের বছর চারেকের একটি ছেলে রয়েছে। গতকাল রাতে বাড়ি ফিরে বুদ্ধদেব দেখেন, বাড়ির দরজায় তালা দেওয়া। তিনি তালা খুলে রুমে ঢুকে দেখেন, বিছানায় উপুড় হয়ে পড়ে রয়েছে স্ত্রীর দেহ। গলায় ওড়নার ফাঁস। মুখে বালিশ চাপা।
খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠায় আরজি কর হাসপাতালে। বিধাননগর কমিশনারেটের এয়ারপোর্ট ডিভিশনের ডিসি ঐশ্বরিয়া সাগর ঘটনাস্থলে আসেন। কীভাবে ওই তরুণীর মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রতিবেশীরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে তেমন গন্ডগোল হত না। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মৃতের স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।